মিক্স ভেজ(mix veg recipe in Bengali)





উপাদান -
সবুজ মটরশুঁটি - ১০০ গ্রাম,
বিনস্ - ১০০ গ্রাম,
বাঁধাকপি - ১০০ গ্রাম,
গাজর - ১ টি মাঝারি আকারের,
ক্যাপসিকাম - ১ টি মাঝারি আকারের,
পনির - ১০০ গ্রাম (যদি আপনি চান),
টমেটো - ২-৩ টি মাঝারি আকারের,
কাঁচা লংকা - ৩ টি,
আদা - ১.৫ ইঞ্চি লম্বা টুকরো,
তেল - ২ টেবিল চামচ,
হিং - ১-২ চিমটি,
জিরা - ১\২ চা চামচ,
হলুদ গুঁড়ো - ১\২ চা চামচ,
ধনে গুঁড়ো - ১ চা চামচ,
লবণ - স্বাদ অনুযায়ী,
লাল লংকার গুঁড়ো - ১\৪ চা চামচ,
গরম মশলা - ১\৪ চা চামচ,
সবুজ ধনেপাতা - ১ টেবিল চামচ ।

Post a Comment

0 Comments