উপকরণ
- বাসমতী চাল 1কেজি
- মাটন 1কেজি
- আদা বাটা 3টেবিল চামচ
- রসুন বাটা 4টেবিল চামচ
- 1 কাপ টকদই
- 1/2 কাপ বেরেস্তা
- হলুদ গুড়ো 1 টেবিল চামচ
- লঙ্কা গুড়ো 2টেবিল চামচ
- 10 টা চেরা কাঁচা
- পেয়াঁজ কুচি 3টা বড়ো
- 1 কাপ টমেটো কুচি
- 1 চামচ জিরা গুড়ো
- 1 চামচ ধনে গুড়ো
- 1 চামচ গরম মসলা গুড়ো
- 1/2 চামচ গোটা গরম মসলা
- হায়দ্রাবাদি বিরিয়ানি মসলা 1টেবিল চামচ
- 1/2 কাপ ধনে পাতা কুচি
- 1/2 কাপ পুদিনা পাতা কুচি
- নুন চিনি আন্দাজমতো
- সরষের তেল পরিমাণমতো
- আলু 10 টি বড়
- 10 টি তেজপাতা
- 100 গ্রাম ঘি
- গোলাপ জল সামান্য
.jpg)
0 Comments