আলু বা পনির দিয়ে পরোটা indian food সপ্তাহ থেকে আমি মোগলাই পরোটা রেসিপি টা করলাম
উপকরণ
- 250 গ্রাম ময়দা
- স্বাদ মত নুন চিনি
- 1 টি আলু
- 1 টা ডিম
- 1/2 কাপ পেয়াঁজ কুচি
- 1 টা টমেটো কুচি
- 3-4 টা কাঁচা লঙ্কা কুচি
- 1/2 চা চামচ রসুন কুচি
- 1/2 চা চামচ আদা কুচি
- 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
- 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
- 1/2 চা চামচ ধনে গুঁড়ো
- 1/2 চা চামচ জিরা গুঁড়ো
- 1/2 চা চামচ চাট মশলা
- 1টেবিল চামচ ধনে পাতা কুচি
- পরিমাণ মত সাদা তেল
.jpg)
0 Comments