কমলা কাতলা (Kamala Katla, Recipe in Bengali)

 



জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি অসাধারণ স্বাদের
কমলা কাতলা

 ৪০ মিনিট

উপকরণ

 ২ জন
  1. ২ টো কাতলার পেটি
  2. ১টা কমলালেবুর রস
  3. ১ টা পেঁয়াজ কুচি করে কাটা
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ জিরে গুঁড়ো
  6. ২ টেবিল চামচ টমেটো পিউরি
  7. ১ চা চামচ কাশ্মীরি লংকাগুড়ো
  8. পরিমান মতো নুন
  9. ৫ টেবিল চামচ সরষের তেল
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ চিনি

Post a Comment

0 Comments