চিকেন তন্দুরি কাবাব(Chicken tandoori kebab recipe in Bengali)

 




উপকরণ

  1. 500 গ্রাম চিকেন
  2. 1/4 কাপ জল‌ ঝরানো টকদই
  3. 1 টেবিল চামচ আদা রসুন বাটা
  4. 1/4 চা চামচ হলুদ গুঁড়ো
  5. 1 চা চামচ কাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  6. 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো
  7. 1/4 চা চামচ শাহী গরম মশলা
  8. 1/2 চা চামচ তন্দুরি মশলা
  9. 1/4 চা চামচ কসুরি মেথি
  10. স্বাদ মত নুন
  11. পরিমাণ মত তেল

ধাপ

  1. চিকেন ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন

  2. এবার টকদই ও সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন

  3. চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিন,তেল দিয়ে মিশিয়ে নিন

  4. 3-4 ঘন্টা পর 180°তাফমাত্রাএ ৩০-৪০ মিনিট গ্রীল‌ করে নিন এবং পরিবেশন করুন

Post a Comment

0 Comments