চিলি চিকেন (chilli chicken recipe in bengali)

 



 ৩০মিনিট

উপকরণ

 ২জন
  1. ৩০০গ্রাম চিকেন বোনলেস
  2. ১টি ডিম (ফেটানো)
  3. ১কাপ পেঁয়াজ কাটা
  4. ২চা চামচ রসুন কুচি
  5. ১/২কাপ ক্যাপ্সিকাম কুচি
  6. ১/৩কাপ গাজর কুচি
  7. ১/৪কাপ টমেটো সস
  8. ১/৪কাপ চিলি সস
  9. ২চা চামচ লঙ্কা কুচি
  10. ১টেবিল চামচ সোয়া সস
  11. স্বাদ মত নুন ও চিনি
  12. ১/৪কাপ ধনেপাতা কুচি
  13. ১/২কাপ সাদা তেল
  14. ১/২চা চামচ সাদা মরিচ গুঁড়ো
  15. ১/৪চা চামচ আজিনা মোটো
  16. ১/৪চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  17. ১/৪কাপ কর্ণ ফ্লাওয়ার
  18. ২চা চামচ ময়দা

ধাপ

  1. আগে চিকেন পিস গুলো ডিম,নুন,ফ্লেকস,মরিচ,কর্ণ ফ্লাওয়ার,ময়দা,ম্যারিনেট করতে হবে ভালো করে ।

  2. ৩০মিনিট পর তেল গরম করে মিডিয়া ম ফ্লেমে ম্যারিনেট করা চিকেন পিস গুলো ভাজতে হবে ।

  3. এবার অল্প তেলে সব সবজি টস করতে হবে নুন ও চিনি দিয়ে ।

  4. সব সস ঢেলে দিয়ে মিশিয়ে দিতে হবে সবজি র সাথে ।লঙ্কা ও মরিচ গুঁড়া দিয়ে নেরে নিতে হবে ।

  5. টস করে তাতে ফ্রায়েড চিকেন পিস গুলো দিয়ে আবার টস করতে হবে ।আজিনামোটো ছড়িয়ে দিতে হবে স্বাদ মতো ।

  6. ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে দিতে হবে ও নেরে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ভেজ চাউমিন সাথে ।

Post a Comment

0 Comments