জামাই ষষ্ঠীতে সবচেয়ে সহজ এবং টেষ্টি যে রেসিপি সেটাই আমি বানিয়ে নিলাম। আফগানি চিকেন।
উপকরণ
- ম্যারিনেশানের জন্য উপকরণ :
- ১কেজি চিকেন
- ৬টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি
- ২০গ্রাম আদা
- ২০টি রসুন কোয়া
- ৮-১০টি কাঁচা লঙ্কা
- ৪টেবিল চামচ ধনেপাতা কুচি
- ১কাপ দৈ
- ১কাপ ফ্রেশ ক্রিম
- ৪চা চামচ লেবুর রস
- ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
- নুন পরিমাণমতো
- ২চা চামচ গরম মশলা গুঁড়ো
- ২চা চামচ ভাজা কসুরি মেথি গুঁড়ো
- ২টেবিল চামচ গলানো বাটার
- টুকরো ২টি কাঠ কয়লার
- ২চা চামচ ঘি
- ভেজিটেবল অয়েল পরিমাণমতো

0 Comments